ডার্ক মোড
Friday, 19 September 2025
ePaper   
Logo
ঢাবিতে জাতীয় বাজেট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাবিতে জাতীয় বাজেট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘জাতীয় বাজেট পর্যালোচনা ২০২৪-২০২৫’ শীর্ষক এক আলোচনা সভা সোমবার (১০ জুন ২০২৪) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক মাসুদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. ফিরদৌসী নাহার কৃষি ও খাদ্য নিরাপত্তা খাত, অধ্যাপক ড. রুমানা হক স্বাস্থ্য খাত, অধ্যাপক ড. সায়মা হক বিদিশা শ্রমবাজার ও নারীর ক্ষমতায়ণ এবং অধ্যাপক ড. সৈয়দ নঈমুল ওয়াদুদ গভার্নেন্স খাতে বরাদ্দকৃত বাজেট-এর উপর আলোচনা করেন। বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান অনুষ্ঠান পরিচালনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, গুরুত্বের উপর নির্ভর করে প্রস্তাবিত বাজেটে ব্যয়ের খাত এবং ব্যয়ের অর্থ নির্ধারণ করা উচিত। বাজেটে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার এবং এর অপচয় রোধে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।

এছাড়া, আমাদের মানবসম্পদকে দক্ষ শ্রমশক্তিতে রূপান্তরিত করে আন্তর্জাতিক বাজারে প্রেরণ করতে হবে। বিভিন্ন খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়ার পাশাপাশি শিক্ষা খাত ও জলবায়ু পরিবর্তন খাতে আরও বেশি বরাদ্দ দেয়ার উপর তিনি গুরুত্বারোপ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন