ঢাবিতে উর্দু বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ ও গজল সন্ধ্যা রবিবার (২৯ ডিসেম্বর ২০২৪) আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিভাগের চেয়ারম্যান মো. গোলাম মাওলা এবং অধ্যাপক ড. জাফর আহমদ ভূঁইয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, উপমহাদেশে সাহিত্য চর্চায় উর্দু কবিদের অবদান অনেক। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতা বিষয়ে অধ্যয়নের জন্য শিক্ষার্থীদের প্রতি আহŸান জানিয়ে তিনি বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে সৎ, আদর্শবান, দক্ষ ও সুনাগরিক হিসেবে তাদের গড়ে উঠতে হবে।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, ঢাকা বিশ^বিদ্যালয় এবং পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রম ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি আরও জোরদার করা হবে। ঢাকা বিশ^বিদ্যালয় উর্দু বিভাগের উন্নয়নে ভাষা শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বই সরবরাহসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের ২য় পর্বে এক মনোজ্ঞ গজল অনুষ্ঠান পরিবেশিত হয়।