ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন

 

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ‘অধ্যাপক ড. হোসনে আরা হায়দার কোরাইশী ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে ইনস্টিটিউটের দুই সাবেক শিক্ষার্থী হোসনে আরা বেগম এবং মো. আলী হায়দার কোরাইশী ১০ লাখ টাকার একটি চেক আজ ০১ অক্টোবর ২০২৪ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে হস্তান্তর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাহবুবা সুলতানাসহ দাতা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতাদের ধন্যবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাইদের যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে এধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন