ডার্ক মোড
Saturday, 18 January 2025
ePaper   
Logo
ঢাকা-নাঃগঞ্জ পুরাতন সড়কে ধুলা উড়ছে প্রতিদিন কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি

ঢাকা-নাঃগঞ্জ পুরাতন সড়কে ধুলা উড়ছে প্রতিদিন কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক (শ্যামপুর-পোস্তগোলা) মানেই ধুলা উড়ানো এক অন্ধকারাচ্ছন্ন সড়ক! গত দেড়/দুই বছর বা তারও বেশি সময় ধরে এই সড়কের বেহাল দশা। সড়কের দুরাবস্থার কারণে দেশের ইট, বালু, সিমেন্ট ও রড ব্যবসার অন্যতম বড় পাইকারী মোকাম মুন্সীখোলার ব্যবসায় ধ্বস নেমে এসেছে। নির্মাণ সামগ্রী ব্যবসায়ীদের মতে, প্রতিদিন কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। নির্মাণ সামগ্রী বিক্রি কমে গেছে।

নব্বইয়ের দশকের শেষাবধি পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কটিই ছিল রাজধানী ঢাকার সাথে যোগাযোগের প্রধান পথ। তখনো ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডটি চালু হয়নি। লিংক রোডটি পুরোদমে চালু হবার পর ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক যাত্রীদের কাছে গুরুত্ব হারায়। তবে নির্মাণ সামগ্রীর ব্যবসার জন্য পাগলা-মুন্সীখোলা এলাকা ছিল জমজমাট।

কিন্তু সাম্প্রতিককালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হওয়ার থেকে এই সড়কের বেহাল দশা কখনোই পুরোদমে মেরামত করা হয়নি। দিনে দিনে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলোতে বর্ষাকালে সৃষ্টগর্ত আরো বড় গর্তে রূপ নিয়েছে। যা এখন শুষ্ক মৌসুমেও এই পথে চলাচলকারী যাত্রী সাধারণকে ভোগাচ্ছে। শুষ্ক মৌসুম ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ধুলার কারণে চলাচল করা যায়না।

নারায়ণগঞ্জ-পোস্তগোলা সড়কের দুরাবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে সড়ক বিভাগের কাছে। সেই তথ্য হলো; এই সড়কটি দীর্ঘদিন ধরেই মেরামতের অপেক্ষায় রয়েছে। সড়কটিতে বড় বড় গর্ত আছে। শীতের সময় এই সড়কে ধুলাবালি বেশি হয়। ছোট-বড় যানবাহন চললেই ধুলায় ‘অন্ধকার দেখেন’ যাত্রী ও পথচারীরা। এই সড়কটি মেরামতের দাবি জানিয়ে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

পাগলা নন্দলালপুর এলাকার বাসিন্দা জিহাদ ইসলাম বলেন, একবার ঢাকার পোস্তগোলা হয়ে নারায়ণগঞ্জ গেলে বোঝা যাবে এই রাস্তা কী বেহাল অবস্থায় পড়ে আছে। বড় বড় খানাখন্দে ভরপুর পোস্তগোলা-শ্যামপুর-পাগলা ও ফতুল্লার রাস্তাঘাট। দেখার কেউ নেই। নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোটের পর হাওয়া। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এসব এলাকা থেকে মতিঝিলে অফিস করাও দুরূহ হয়ে উঠেছে। অবিলম্বে জনস্বার্থে পোস্তগোলা-নারায়ণগঞ্জ রাস্তাটি সংস্কার করা এবং এই এলাকার জলবদ্ধতা নিরসনে ড্রেনেজ সিস্টেম চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এদিকে, পোস্তগোলা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সড়ক মেরামতের দাবিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা ৪-৫ আসনের সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৩ জানুয়ারি) পোস্তগোলা এলাকায় প্রায় সহস্রাধিক এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন।

এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর শ্যামপুর কদমতলী এলাকার পোস্তগোলা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবৎ মরণফাঁদে পরিণত হলেও ফ্যাসিস্ট হাসিনার নিশিরাতের ডামি সরকার এই সড়কের কোনো উন্নয়নকাজই করেনি বিগত ১৬ বছরে। ফ্যাসিবাদ হাসিনার পতনের পর অত্র এলাকার দীর্ঘদিনের দাবি পূরণে রাজপথে নেমেছে এলাকাবাসী। তারা দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি মেরামত দেখতে চায়।’

জানাগেছে, পোস্তগোলা সড়ক, দেড় দশকেও হয়নি কোন উন্নয়ন বছরের পর বছর উন্নয়ন না হওয়ায় অযত্ন অবহেলায় বেহাল দশা নারায়ণগঞ্জ-পোস্তগোলা সড়কের। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানা-খন্দগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন