ডার্ক মোড
Saturday, 05 July 2025
ePaper   
Logo
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রীবাহী বাস ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।  শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে মির্জাপুরের ইচাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফর হোসেন নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় পাওয়া যায়নি।

ওসি মোজাফর হোসেন জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের এক যাত্রীবাহী বাস উপজেলার ইচাইল এলাকায় বিকল হয়ে পড়ে। পরে এটি মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজি ভর্তি এক ট্রাক বাসটিকে পিছন থেকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজন মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন