ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
টফি-তে রেকর্ড গড়ল ‘অন্তর্জাল’, দুই সপ্তাহে ভিউ ১ কোটি মিনিট

টফি-তে রেকর্ড গড়ল ‘অন্তর্জাল’, দুই সপ্তাহে ভিউ ১ কোটি মিনিট

বিনোদন ডেস্ক

সম্প্রতি দেশের ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফি-তে মুক্তি পাওয়া ঢালিউড-এর প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’ মাত্র দুই সপ্তাহে এক কোটি মিনিট ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। মিম, সিয়াম, সুনেরাহ অভিনীত ও দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটি ২১ ডিসেম্বর ২০২৩-এ টফি অ্যাপে প্রিমিয়ার হওয়ার পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

দেশের সিনেমায় সাইবার ক্রাইম থ্রিলার ধারা এত দিন চালু ছিল না। সময়ের সাথে তালমিলিয়ে এই ধারার সিনেমা বানানোটা ছিলো প্রাসঙ্গিক একই সাথে চ্যালেঞ্জিংও। গত বছর ২২ সেপ্টেম্বর বাংলাদেশের সিনেমা হিসেবে দেশের বাইরে রেকর্ড সংখ্যক থিয়েটারে মুক্তি পেয়েছিলো ‘অন্তর্জাল’। দেশের মাত্র ৩৪টি হলে মুক্তি পেলেও যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি আলোচনায় ছিলো।

পরবর্তীতে, সর্বোচ্চসংখ্যক দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতে টফি-তে উন্মুক্ত করা হয় ‘অন্তর্জাল’। সারা দেশের দর্শকেরা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে পুরো সিনেমাটি দেখার সুযোগ পেয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটার বিরুদ্ধে দেশের কয়েকজন তরুণের দুঃসাহসিক লড়াই-এর গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। যে লড়াই এ তারা ইন্টারনেটের মাধ্যমে অদৃশ্য শক্তির তৈরি বিভিন্ন সামাজিক সংকটের সমাধান করে। সর্বোপরি, অপশক্তির হুমকি থেকে প্রিয় দেশকে উদ্ধার করতে তাদের দৃঢ়তা, সংকল্পকে ও প্রাণপণ লড়াইয়ের গল্প ফুটিয়ে তুলা হয়েছে এই সিনেমাতে। ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

সিনেমাতে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে নিশাদ চরিত্রে। সে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। চরিত্রটির নাম প্রিয়ম। রোবট নিয়ে তিনি কাজ করেন। সো-কল্ড প্রেমের সিনেমা না হলেও এ সিনেমায় প্রথমবারের মতোন জুটি হিসেবে দেখা যায় সিয়াম ও সুনেরাহকে। এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন এবিএম সুমন, রওনক হাসান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার, মোহাম্মদ বারী, কিটো ভাই প্রমুখ। থিলার, অ্যাকশন, এন্টারটেইনমেন্ট, রোমান্স সব উপাদানই আছে সিনেমাটিতে। যেকারনে খুব অল্প সময়ে অন্তর্জালের দর্শকদের মাঝে সাড়া ফেলতে পেরেছে ‘অন্তর্জাল’। পরিচালক দীপঙ্কর দীপন বরাবরের মতোই তাঁর নির্মানের মুনশিয়ানা দেখিয়েছেন এই সিনেমাতে।

এত অল্প সময়ে ওটিটিতে এত বেশিসংখ্যক মানুষ সিনেমাটি দেখাতে, পরিচালক দীপঙ্কর দীপন বলেন, ‘আমরা দর্শকদের বলেছিলাম, তাদের এলাকায় সিনেমা হল থাকুক বা না থাকুক সেটা নিয়ে ভাবতে হবে না, আমরা তাদের কাছে সিনেমা নিয়ে পৌঁছে যাবো। বাংলাদেশের সিনেমা যে উন্নতি করেছে সেটা আপনারা উপভোগ করতে পারবেন। অবশেষে টফি-এর মাধ্যমে সারাদেশের সিনেমাপ্রেমী মানূষ যেকোনো নেটওয়ার্ক থেকে একদম ফ্রি-তে অন্তর্জাল দেখছেন। দুই সপ্তাহে টফি-তে পনের লক্ষের বেশি ভিউ হয়েছে সিনেমাটির।’ দর্শক দেখলে ও পছন্দ করলেই যেকোনো সিনেমা পূর্ণতা পায়। ওটিটি-তে ‘অন্তর্জাল’ উন্মুক্ত করার পরে সিনেমাটি এত দর্শক সাড়া পাবে তা ধারণার বাইরেই ছিলো পরিচালকের।

এজন্য পুরো টফি টিমকে ধন্যবাদ জানান তিনি। টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, ‘টফি-তে ‘অন্তর্জাল’ সিনেমাটি একটি উল্লেখযোগ্য সংযোজন হয়ে থাকবে। আমাদের প্লাটফর্মের মাধ্যমে অল্প সময়ে বহু মানুষ সিনেমাটি দেখছেন, দর্শকদের ভালোবাসা পাচ্ছেন সিনেমা ও সিনেমার কলাকুশলীর। বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার টফি-তে উন্মুক্ত করতে পেরে আমরা খুবই আনন্দিত। মাত্র ১৪ দিনে ১ কোটি মিনিট স্ট্রিমিং এর রেকর্ড ছাড়িয়েছে ‘অন্তর্জাল’। সারা দেশের সকল নেটওয়ার্ক থেকে সিনেমাপ্রেমী দর্শকদের এমন সাড়া টফি-এর জন্য অন্য রকম সাফল্য। সিনেমার পরিচালক, অভিনয়শিল্পী, কলা-কুশলীসহ সংশ্লিষ্ট সবাইকে টফি-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমাদের দেশের সিনেমার উন্নতির সাথে টফি সব সময়ই থাকবে।’ বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উৎসাহে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও এবং স্পেলবাউন্ড লিও বার্নেট।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন