ডার্ক মোড
Tuesday, 21 May 2024
ePaper   
Logo
ঝিনাইদহ-২ আসনের বিজয়ী প্রার্থীর সাংবাদিকদের সাথে মত বিনিময়

ঝিনাইদহ-২ আসনের বিজয়ী প্রার্থীর সাংবাদিকদের সাথে মত বিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে পৌরসভার মুসা মিয়া আইসিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করে নব নির্বাচিত সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল।সংবাদকিদের বলেন, ঝিনাইদহ-২ আসনকে সকলের সহযোগীতায় সুন্দর শান্তিময় ও উন্নয়ন মূলক জনপথ হিসেবে গড়ে তুলতে চান।

নির্বাচন পরবর্তী যদি কোন সহিংসতা হয়ে থাকে তাহলে তা অত্যান্ত দুঃখজনক। আমার সমর্থকদের বলেছি কোন হামলা বা কারো বাড়িঘরে হামলা চালানো যাবে না। আমরা সবাই ভাই ভাই হিসেবে সমাজে বসবাস করতে হবে। ভোট শেষ হয়ে গেছে এখন এক জায়গায় বসে সবাই চা পান করবেন, সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ বজায় রাখবেন।

নির্বাচন পরবর্তী যদি কোন সহিংসতা হয়ে থাকে সেটা অত্যান্ত দুঃখজনক। এ ধরেন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আহবান জানান। সেই সাথে যদি কেউ কোন ধরনে সহিংসতা বা সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা করে তাহলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুশিয়ারী দেন।

তিনি বলেন, আমি হানাহানীতে মোটেও বিশ্বাসী নয়। আমি শান্তিতে বিশ্বাসী, আমি উন্নয়নে বিশ্বাসী। ভোটের আগে আমি ঝিনাইদহ-২ আসনের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পুরণ করতে আমি চেষ্টা করবো। জেলায় রেল পথ, মেডিকেল কলেজ স্থাপন, শিক্ষার উন্নয়ন ও যৌবন হারানো নবগঙ্গা নদী সংস্কার করে আবারো পুরানো অবস্থায় ফিরিয়ে আনা হবে।

সেসময় উপস্থিত ছিলেন কোচাঁদপুর-মহেশপুর-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সালাহ উদ্দীন মিয়াজি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ারদার, সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হিরন ও পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলসহ নেতৃবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন