ডার্ক মোড
Thursday, 03 July 2025
ePaper   
Logo
ঝিনাইদহ সাংবাদিক অমিত হাবিবের জানাজা অনুষ্ঠিত

ঝিনাইদহ সাংবাদিক অমিত হাবিবের জানাজা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কৃতি সন্তান দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাতে দুই দফা জানাজা শেষে বিকাল ৫টায় তার মরদেহ ঝিনাইদহ প্রেসক্লাব চত্তরে এসে পৌঁছে।

এসময় ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ সোহেল রানাসহ ঝিনাইদহের সকল সাংবাদিকবৃন্দ তার মরদেহে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা শেষে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। জানাযায় সাংবাদিক, প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

৫টার পরে তার মরদেহ গাড়িটি অমিত হাবিবের নিজ গ্রামের বাড়ি জেলার মহেশপুর উপজেলার কাজীর বেড় গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে জানাজা শেষে রাত ৮ টার পর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানান ভাই ফয়জুল হক।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন