জয় বাংলা নিয়ে হাইকোর্টের রায় স্থগিতে তীব্র নিন্দা ও ক্ষোভ ডিইউজের
নিজস্ব প্রতিবেদক
'জয় বাংলা’-কে জাতীয় স্লোগান ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিতের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ‘জয় বাংলা’ কোন দলীয় সেøাগান নয়, এটি একটি জাতির মুক্তির সেøাগান। অপরিমেয় প্রাণশক্তির আধার জয় বাংলা বাঙালি জাতির মুক্তির প্রেরণা। এই ধ্বনির বজ্রনিনাদে পাকিস্তানি হানাদার বাহিনী পরাস্ত হয়েছে মুক্তিকামী বাঙালিদের হাতে। বাঙালি জাতির ঐক্যের অবিচল প্রতীক জয় বাংলা।
নেতৃবৃন্দ বলেন, বাঙালির হৃদয়তন্ত্রীতে মিশে আছে জয় বাংলা। বাঙালির জাতিসত্তা এবং জন্মসূত্রের সঙ্গে এর বন্ধন। এই গাঁটবন্ধনকে যারা অস্বীকার করে বা করতে চায় তারা কখনো বাঙালির জাতিসত্তায় বিশ্বাস করতে পারে না।
সংগঠনের নির্বাহী পরিষদের পক্ষে নেতৃবৃন্দ বলেন, জয় বাংলা সেøাগান ব্যবহার করেই বাঙালি জাতি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এবং রণাঙ্গনেও এই সেøাগান মুক্তিযোদ্ধাদের বিজয় অর্জনে প্রেরণাশক্তি হিসেবে কাজ করেছে। তাই এই সেøাগান স্থগিতের রায় শুধু বাঙালি জাতিকেই বেদনাহত করেনি মুক্তিযোদ্ধাদের জন্যও অসম্মানজনক বলে মনে করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
নেতৃবৃন্দ অবিলম্বে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে এসে হাইকোর্টের পূর্ববর্তী রায় পুনর্বহালের দাবী জানান।
উল্লেখ্য, ১০ ডিসেম্বর, মঙ্গলবার ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।