ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
জয়পুরহাটে টাকা পেয়ে না পেয়ে স্ত্রী ও খালা শাশুড়িকে হত্যা

জয়পুরহাটে টাকা পেয়ে না পেয়ে স্ত্রী ও খালা শাশুড়িকে হত্যা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে প্রবাশ থেকে শাশুড়ির পাঠানো টাকা চেয়ে না পাওয়ায় স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যা এবং শ্যালককে আহত করেছে জামাতা।

নিহতরা হলেন, হলহলিয়া গ্রামের মৌ আক্তার মিতু ও তাঁর খালা আলেয়া বেগম।

সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার হলহলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ, নিহতদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সপ্তাহ পূর্বে মৌ আক্তার মিতুর মা কামলা বেগম তাঁর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে রুবেল হোসেন তাঁর স্ত্রী মৌ আক্তার মিতুর কাছে শাশুড়ির বিদেশ থেকে পাঠানো টাকা চেয়ে না পাওয়ায় তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে রুবেল ঘর থেকে গরু জবাইয়ের ছুরি এনে তাঁর স্ত্রীর পুরো শরীরে ছুরিকাঘাত করলে খালা আলেয়া বেগম ছুটে আসলে রুবেল হোসেন তাঁর পেটেও ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন। তখন আলেয়ার ছেলে নীরব হোসেন তাঁর মা ও খালাতো বোন বাঁচাতে গেলে তাঁর হাতে ছুরিকাঘাত করে রুবেল পালিয়ে যান।

স্থানীয়রা মৌ আক্তার, তাঁর খালা আলেয়া বেগম ও নীরবকে হোসেন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলেয়া বেগমকে মৃত ঘোষনা করেন এবং মুমূর্ষবস্থায় মৌ আক্তারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথেই মৌ আক্তার মারা যান। নিহত আলেয়া বেগমের ছেলে নীরব হোসেনকে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন জানান, স্ত্রী ও খালা শাশুড়ীকে ছুরিকাঘাত করে হত্যার পর ঘাতক জামাতা রুবেল হোসেন পালিয়েছে। পুলিশ তাঁকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন