জামালপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের কমিটি গঠন
জামালপুর প্রতিনিধি
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন জামালপুর শাখার বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মেসার্স ইসরাইল কর্পোরেশনের স্বত্বাধিকারী মোঃ চান মিয়া চানুকে সভাপতি ও মেসার্স ইসলামপুর টেডার্সের স্বত্বাধিকারী মো, নুরুল ইসলাম নবাবকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের তিন বছর মেয়াদী নয়া কমিটি গঠন করা হয়।
৬অক্টোবর বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জামালপুর ইউনিটের আয়োজনে বার্ষিক সাধারন সভায় এই কমিটির অনুমোদন দেয়া হয়। মোঃ নুরুল ইসলাম নবাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক মোঃ আজিজুর রহমান।উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, বিসিআইসির সারের ডিলার মোঃ চান মিয়া চানু,রেজাউল করিম ঢালী,শ্যামল চন্দ্র সাহা, মামুনুর রশিদ ফকির, আব্দুল মজিদসহ আরো অনেকেই।