ডার্ক মোড
Monday, 13 May 2024
ePaper   
Logo
জামালপুরে পপিকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

জামালপুরে পপিকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপিকে লাঞ্চিতের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়। ২১ নভেম্বর দুপুরে জামালপুরের নান্দিনা বাজারে স্থানীয় আ’লীগ নেতা-কর্মীরা এই মানবন্ধনের আয়োজন করেছে।

আ’লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি জামালপুর আ’লীগের এক সভায় পপিকে জনসমুখে ধমক দিয়ে কথার ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে মানবন্ধনের আয়োজন করা হয়।

চলমান জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসন থেকে আ’লীগ মনোনীত সম্ভাব্য প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব আবুল কালাম আজাদকে ২০ নভেম্বর জেলা আ’লীগের স্বাগত জানানোর সভায় পপিকে ধমক দেন মির্জা আজম এমপি। আগামীকালও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষনা দিয়েছে।

মানবন্ধনে নেতৃত্ব দেন নান্দিনা এলাকার ল²ীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান। বক্তব্য রাখেন-রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বাবুল আহমেদ, রানাগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাহমুদুল আলম, লক্ষ্মীরচর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রানাগাছা ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিপন জুবায়ের, রানাগাছা ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য জদু মিয়া প্রমুখ।

বক্তারা পপিকে লাঞ্চিতর ঘটনায় উষ্মা প্রকাশসহ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসনে আমলার পরিবর্তে দলীয় যেকোন লোককে মনোনয়ন দেয়ার দাবী জানান। দাবী আদায়ের লক্ষ্যে দেন বক্তারা।

উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপিকে ফোন করে আমন্ত্রণ জানান। ব্যানারে মারুফা আক্তার পপির নাম না থাকায় মনোক্ষুন্ন হয়ে তিনি দর্শক সারিতে বসেন। সভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ পপিকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করেন। পপি মঞ্চে উঠে বক্তব্য দিতে চাইলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রকাশ্যে উচ্চস্বরে ধমক দেন। এ সময় পপি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মঞ্চ ত্যাগ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন