
জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি
জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন ২০ মার্চ জামালপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। জামালপুর আন্তর্জাতকি মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস এর ব্যুরো চীফ সংবাদ সম্মেলনর আয়োজন করেছে।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন নদী গবেষক ইঞ্জিনিয়ার এম হাফিজুর রহমান লিটন। আয়োজকের পক্ষে বক্তব্য রাখেন-আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মো: খায়রুল আলম। সংবাদ সম্মেলনে তিস্তা চুক্তি এবং বাস্তবায়নের অন্তরায় হিসেবে নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করা হয়েছে।
এই চুক্তি যখনি বাস্তবায়ন অগ্রগতি হয় তখনি পশ্চিম বাংলার প্রাদেশিক সরকারের বিরোধীতাকেও দায়ী করা হয়। অপরদিকে চীন-ভারতের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশকে ঠকানোর বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। দ্রুত এই তিস্তা সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ সরকারকেই গঠনমূলক পর্যালোচনা এবং কুটনৈতিক প্রচেষ্টায় এগিয়ে যাবার উপর গুরুত্বারোপ করা হয়।