ডার্ক মোড
Thursday, 26 December 2024
ePaper   
Logo
জাপানের রাষ্ট্রদূতের বাসভবনে আলোচনা সভা ও নৈশভোজে ঢাবি উপাচার্যের যোগদান

জাপানের রাষ্ট্রদূতের বাসভবনে আলোচনা সভা ও নৈশভোজে ঢাবি উপাচার্যের যোগদান

ঢাবি প্রতিনিধি

ঢাকাস্থ জাপানের রাষ্ট্রদূতের বাসভবনে বুধবার (০৪ ডিসেম্বর ২০২৪) এক আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনোরির আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্র্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এতে অংশগ্রহণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহবায়ক ড. আব্দুলাহ্-আল-মামুন, জাপান দূতাবাসের জনসংযোগ প্রধান মি. কোমিন কেন এবং উপ-প্রধান মি. ইয়ামামোতো কিওহি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনাকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে জাপানের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তঃবিভাগীয় ক্রেডিট ট্রান্সফার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি এবং জাপানের বিভিন্ন কোম্পানিতে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা করা হয়।

জাপানের রাষ্ট্রদূত এ ব্যাপারে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন