জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
আজিমা পারভীন, রাজশাহী
১২ ডিসেম্বর বৃহস্পতিবার ১১ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মুর্তুজা বাদশা এর সঞ্চালনায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহরাব হোসেন উপজেলা নির্বাহী অফিসার পবা রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ হাসান সমাজসেবা অফিসার পবা রাজশাহী, জহুরুল হক যুব উন্নয়ন অফিসার পবা রাজশাহী।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে পুরস্কৃত হন কলেজ পর্যায়ে প্রফেসর আবু সুফিয়ান মোঃ মোস্তফা জামান নওহাটা ডিগ্রী কলেজ , বিদ্যালয় পর্যায়ে শামসুদ্দিন প্রামানিক নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়, মাদ্রাসা পর্যায়ে মোঃ ইয়াহিয়া বসিরাবাদ দাওয়াতুল ইসলাম আলিম মাদ্রাসা, কারিগরি পর্যায়ে মোসাঃ পূর্ণিমা হক ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুল রাজশাহী,
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়, বশিরাবাদ দাওয়াতুল ইসলাম আলিম মাদ্রাসা, ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুল রাজশাহী পুরস্কৃত হন। শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক গোলাম মর্তুজা বাদশা দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়, নকির উদ্দিন খড়খড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, মফিজুর রহমান বশিরাবাদ দাওয়াতুল ইসলাম আলিম মাদ্রাসা, আব্দুল কুদ্দুস ইউসুফ রাজশাহী টেকনিক্যাল স্কুল রাজশাহী, আব্দুর রহমান নওহাটা সরকারি ডিগ্রী কলেজ। এছাড়া কেরাত, হামদ- নাত, বাংলা রচনা প্রতিযোগিতা, ইংরেজী রচনা প্রতিযোগিতা, ইংরেজি বক্তব্য, বাংলা কবিতা আবৃত্তি, নৃত্য, সংগীত বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তিগত এবং দলীয় ইভেন্টে ছাত্রছাত্রীরা পুরস্কৃত হন।