ডার্ক মোড
Sunday, 05 May 2024
ePaper   
Logo
জনসেবায় ফাঁকিবাজি মনোভাব প্রত্যাহার করুণ

জনসেবায় ফাঁকিবাজি মনোভাব প্রত্যাহার করুণ

মানিকগঞ্জ প্রতিনিধি

ফাঁকিবাজি মনোভাব প্রত্যাহার করে জনগণের সেবায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আত্মনিয়োগের আহবান জানিয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস। গত ( ২২ মার্চ) সোমবার বিকেলে শিবালয় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ইউপি সচিবগনের আইসিটি, ই-নথি ব্যবস্থাপনা ও ওয়েব পোর্টাল হালনাগাদ বিষয়ক মৌলিক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন আহবান করেন।

উপজেলা পরিষদ সভা কক্ষে শিবালয় ইউএনও বিএম রুহুল আমিন রিমনের সভাপতিত্ব ও সহকারী কমিশনার ভূমি ফারশিদবিন এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবির বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাক আরোও বলেন, বর্তমানে ডিজিটাল প্রদ্ধতিতে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তথ্য আদান-প্রদান ও যোগাযোগ ব্যবস্থায় এসেছে আমুল পরিবর্তন। সকল ক্ষেত্রেই রয়েছে প্রশাসনের স্বচ্ছ জবাব দিহিতা। ডিজিটাল প্রদ্ধতি চালু হওয়ায় রাজস্ব আদায় অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে। আগামী অর্থ বছর ও বাজেটে সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মুজিব শতবর্ষের অঙ্গীকার হিসেবে প্রধানমন্ত্রীর উপহার দ্বিতীয় পর্যায়ে ‘ক’ শ্রেনিভূক্ত ভূমিহীন ৪০ পরিবারের জন্য তেওতায় গৃহ নির্মাণ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন।
এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় জন প্রতিনিধিম সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন