
চৌমুহনীর যানজট নিরশনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজারের যানজট নিরসনের লক্ষ্যে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে অবৈধ ফুটপাতের স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
লক্ষ্মীপুর-ফেনী মহাসড়কের চৌমুহনীর অংশের রাস্তার আশেপাশে অবৈধ গড়ে তোলা ফুটপাত দখল করা ব্যবসায়ীদের ব্যবসায়ী সরঞ্জাম ও ব্যবসায়িক কাচামাল জব্দ করে এ অভিযান সকাল ১০টা থেকে শুরু করে বেলা ১২টা পর্যন্ত পরিচালনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর নোয়াখালীর সদর মাইজদী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহমুদুল হাসান হিমেল, সোনাইমুড়ী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন অর্ণব মাহমুদ, নোয়াখালী র্যাব-১১ সিইও মিঠুন কুন্ড এর নির্দেশনা র্যাব এর একটি টিম, বেগমগঞ্জ সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান ও বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, ডিবি ও পুলিশের সদস্যদের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এর পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী নোয়াখালী সদর উপজেলা মাইজদী ক্যাম্পের কমান্ডার ঈদ পরবর্তী যাত্রীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত ভাড়া আদায়, যানজট নিরসন অতিরিক্ত ভাড়া আদায় ও অবৈধ গাড়ী আটক কার্যক্রম পরিচালনা করেন ।
তাদের এই কার্যক্রমকে ব্যবসায়ী ও সাধারণ জনগণ সাধুবাদ জানান।এ সময় উপস্থিত ছিলেন যৌথ বাহিনীর সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।