ডার্ক মোড
Saturday, 04 May 2024
ePaper   
Logo
চিতলমারীতে মুজিববর্ষের উপহার স্বপ্নের ঘর পেলেন ৩২ পরিবার

চিতলমারীতে মুজিববর্ষের উপহার স্বপ্নের ঘর পেলেন ৩২ পরিবার

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার ৪র্থ পর্যায়ে হিজলা ইউনিয়নে ৩২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুণর্বাসিত করা হ।

বুধবার (২২ মার্চ) বেলা ১১.২০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশের বিভিন্ন উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্ধোধন ঘোষণা করেন।

উদ্ধধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে ২ শতাংশ জমির কবুলিয়ত ও ঘরের চাবি হস্তান্তরের নির্দেশ দেন।

এরই ধারাবিহিকতায় উপজেলা অডিটরিয়ম ভবণে চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নে ৩২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরবিন্দু বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: বাবুল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু সাহিন, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা, জনস্বাস্থ্য প্রকৌশলী শেখ আজমল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, চিতলমারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেরাজুল খানসহ প্রমূখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন