ডার্ক মোড
Monday, 27 January 2025
ePaper   
Logo
চিতলমারীতে নজীরোন নেসা প্রিক্যাডেট স্কুলে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

চিতলমারীতে নজীরোন নেসা প্রিক্যাডেট স্কুলে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠাপুলির সঙ্গে বর্তমান প্রজম্মকে পরিচয় করে দিতে বড়বাড়িয়া নজিরোন নেসা প্রিক্যাডেট স্কুলে শনিবার (২৫ জানুয়ারী) দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের নারীদের হাতে তৈরি শীতকালীন ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠা নিয়ে হাজির হন শিক্ষার্থীরা। উৎসবে মানুষের ঢল নামে। দিনব্যাপী আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকেরা অংশ গ্রহণ করেন। স্কুলের অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম শাফুর উদ্ধোধনের মধ্যে দিয়ে চলে পিঠার স্টলগুলো পরিদর্শন। গ্রাম বাংলার ঐতিহ্যের বিখ্যাত পিঠাগুলির মধ্যে রয়েছে চিরচেনা ভাপা পিঠা, পাটিসাপটা, পুলি, দুধকলি, চিতই, পান পিঠা, মাংস পুলি, সুন্দরী পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা।

উৎসবের আনন্দঘণ মুহুর্তে স্কুলের শিক্ষিকা অন্তরা ও সুবর্ণা আক্তার বলেন, আমাদের দেশে বিভিন্ন ঋতুতে পিঠা খাওয়ার রেওয়াজ রয়েছে। এছাড়া বাড়িতে অতিথি এলে পিঠা খাওয়া গ্রাম বাংলার মানুষের ঐতিহ্য হিসেবে বিবেচিত। কালের বিবর্তনে এ ঐতিহ্য ম্লান হয়ে আসছে। তাই বর্তমান প্রজম্মকে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠার সাথে পরিচয় করে দিতে আমাদের এ আয়োজন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন