ডার্ক মোড
Monday, 12 May 2025
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এর মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় পরিষদের মরহুম মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন পরিষদের নির্বাচিত সদস্য আব্দুল জলিল মাসুদ (সদর) সদস্য মো. আব্দুস সালাম (শিবগঞ্জ), সদস্য মো. কবির খান (গোমস্তাপুর), সদস্য তারিকুজ্জামান সুমন (নাচোল), সংরক্ষিত নারী সদস্য তাসলিমা বেগম (সদর), সংরক্ষিত নারী সদস্য সাবিহা শবনম কেয়া (গোমস্তাপুর), শিবগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. সুজাউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহিদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় পরিষদের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন