ডার্ক মোড
Thursday, 26 December 2024
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জে মাদক মালায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মালায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আজাদ আলী ওরফে আবুল কালাম আজাদ (৬৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ড দেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় কামাল হোসেন নামের একজনকে খালাস দেন আদালত।

রবিবার বিকেলে জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের বড়ইন্দারা ইসলামপুর মহল্লার মৃত আব্দুল তফুর মিস্ত্রির ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ময়েজ উদ্দিন জানান, ২০২১ সালের ১ মার্চ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চৌধুরী টোলা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান চালায় র‌্যাব। এসময় একটি অটোভ্যানকে থামানোর সংকেত দিয়ে ভ্যানটি ফেলে পালানোর সময় ১ কেজি ৯১০ গ্রাম হেরোইনসহ আবুল কালাম আজাদকে আটক করা হয়।

অভিযানকালে কামাল নামে একজন পালিয়ে যায়। এঘটনায় ওইদিনই র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের নায়েব সুবেদার মো. আবু তালেব বাদী হয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২১ সালের ১৫ ডিসেম্বর সদর মডেল থানার এসআই সুজন খান দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন