ডার্ক মোড
Friday, 13 September 2024
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর জিয়া এমপিকে শুভেচ্ছা

চাঁপাইনবাবগঞ্জে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর জিয়া এমপিকে শুভেচ্ছা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মু. জিয়াউর রহমান এমপি ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট পেয়ে তৃতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে মঙ্গলবার বিকালে আমনুরা রেলস্টেশন এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক।

শপথ গ্রহণের উদ্দেশ্যে রেলপথ দিয়ে ঢাকা যাচ্ছেন জিয়াউর রহমান এমপি। এসময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মানুষ আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন। মানুষের ভালবাসা দেখে আমি অভিভূত। বিজয়ী করে ফুলেল শুভেচ্ছা দিয়ে সিক্ত করায় আমি গর্বিত। আমার ব্যক্তিগত ও জেলা-উপজেলা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন