ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় পায়রা বন্দরের প্রকৌশলীসহ আহত ৫

চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় পায়রা বন্দরের প্রকৌশলীসহ আহত ৫

পায়রাবন্দর (পটুয়াখালী) প্রতিনিধি

৩০ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা চালিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প পায়রা বন্দরের প্রথম টার্মিনালের উন্নয়নমুলক কাজ ও ঠিকাদার কোম্পানীর অফিস বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা।

এ ঘটনায় প্রকৌশলীসহ ৫জন গুরুতর আহত হয়েছে। আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে দায়ের করা অভিযোগ সূত্রে জানাযায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদারের নেতৃত্বে সন্ত্রাসীরা গত ২৬ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে ৩০ লাখ টাকা চাঁদার দাবিতে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের উন্নয়নমুলক কাজ বাস্তবায়নকারি চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান সিইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ানিং কোম্পানী লিমিটেড ও দেশীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াটার বাস লিমিটেড অফিসে হামলা ও ভাংচুর চালায়।

হামলায় ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলীসহ ৫ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উক্ত দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা। এদিকে সন্ত্রাসীদের একের পর এক হুমকি ধামকি ও হামলায় সরকারের আগ্রধিকার প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার বলেন, পায়রা বন্দরে আমাদের জমি আছে। কলাপাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মিদের নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে আমরা কাজ চেয়েছিলাম। কাজ পাইনি বলে আমরা কাজে বাধা দিয়েছি। সন্ত্রাসী হামলার বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। সামন্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকার করেন।

পায়রা বন্দরের উন্নয়নমুলক কাজ বাস্তবায়নকারি চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান সিইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ানিং কোম্পানী লিমিটেড ও দেশীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াটার বাস লিমিটেড অফিসে সন্ত্রাসী হামলার প্রতিকার ও প্রকল্প অফিসে কর্মরত প্রকৌশলীসহ কর্মকর্তা কর্মচারিদের নিরাপত্তা চেয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী ও পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রকল্প পরিচালকের কাছে চিঠি দিয়েছেন কনস্ট্রাকশন অফ ব্রিজ ওভার আন্দারমানিক নদীর পিপিএফটি প্রজেক্ট সিআরবিজি ও সিসিইসিসি জেভির প্রজেক্ট ম্যানেজার ইয়েজেহান। তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন