চবিতে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস কার্যক্রম অনলাইনে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া শতভাগ উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলে যেকোনো বিভাগ অফলাইনে অসম্পূর্ণ পরীক্ষাও নিতে পারবে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ অনলাইনে ক্লাস চালু রাখার বিষয়টি নিশ্চিত করে বলেন, অনেক আগে থেকেই অনলাইন ক্লাস হচ্ছে, এটা এখন চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের পর সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়া হবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন