ডার্ক মোড
Tuesday, 07 May 2024
ePaper   
Logo
ঘোড়াঘাটে শিক্ষার্থীদের নিয়ে এএসপির সচেতনতা শীর্ষক আলোচনা

ঘোড়াঘাটে শিক্ষার্থীদের নিয়ে এএসপির সচেতনতা শীর্ষক আলোচনা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলর সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলামের সাথে স্কুল শিক্ষার্থীদের এক সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ আগষ্ট) দুপুরে ঘোড়াঘাট আর.সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এএসপি বলেন, বাল্য বিয়ে থেকে বিরত থাকতে হবে। কোথাও বাল্য বিয়ে হলে সংশ্লিষ্ট থানা অথবা ৯৯৯ নাম্বারে জানালে পুলিশ চলে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সর্তকতার সাথে ব্যবহার করতে হবে।

ফেইসবুকে অহেতুক শেয়ার কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যত তাই তোমারদেরকে দেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। বর্তমানে দেশ এগিয়ে যাচ্ছে! ইন্টারনেট যেমন দেশকে এগিয়ে নিয়েছে, ঠিক তেমনি এর অপব্যবহারে শিক্ষার্থীরা বিপদজ্জনক হয়ে উঠেছে। সেকারণে ইন্টারনেট ব্যবহারে ভালো ও শিক্ষনীয় দিকগুলো গ্রহণ করে খারাপ দিক গুলো বর্জন করতে হবে।

ইভটিজিং অথবা যে কোন সমস্যায় পড়লে আমার নাম্বারে অথবা ওসির মোবাইল নাম্বারেও জানাতে পারেন, আমরা দ্রুত এর ব্যবস্থা নেব।

সকলকে সর্তক করে দিয়ে তিনি আরও বলেন, দালালদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। থানায় সেবা গ্রহণ করতে যেয়ে যেন দালালদের খপ্পরে অথবা সহযোগীতা না নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর বখত রিমন প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন