ডার্ক মোড
Thursday, 26 December 2024
ePaper   
Logo
ঘোড়াঘাটে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা

ঘোড়াঘাটে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের লাগাতার অভিযানে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া হয়ে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। গত ২৫ দিনে ২টি নাশকতা মামলায় উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা করেছে পুলিশ। এরপর থেকেই আতঙ্কিত বিএনপির অনেক নেতাকর্মীরা জঙ্গলে, খোলা আকাশের নিচে, কেউবা অন্যত্র গিয়ে জীবন-যাপন করছে। বন্ধ হয়ে পড়েছে বিএনপির পার্টি অফিস।

থানা সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টম্বর বিএনপির ডাকা মহাসমাবেশের পর গত ১৬ অক্টোবর উপজেলার পালশা ইউনিয়নের মৃত. মোসলেম উদ্দিনের ছেলে বদিউজ্জামান বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামিম হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন সহ এজহার নামীয় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০/২০০ জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি নাশকতা মামলা দায়ের করে।

এ মামলায় এজহার নামীয় ৫ জন ও অজ্ঞাত ৩৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এরপর গত ১২ নভেম্বর ঘোড়াঘাট থানার এসআই মীর মোহাম্মদ ফেরদৌস আলী বাদী হয়ে এজহার নামীয় ৪৮ জন ও অজ্ঞাতনামা ১৩৫/১৬০ জনকে আসামী করে আরেকটি নাশকতা মামলা রুজু করেন। এ মামলায় এজহার নামীয় ৭ জন ও অজ্ঞাত ৬ জন সহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথম মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই অসিম কুমার মোদক ও ২য় মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মেহেদি।

জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, যারা নাশকতা করছে তাদের কোন ছাড় নেই। এজাহার নামীয় বাদে অজ্ঞাতনামা আসামীদের বিষয়ে তদন্ত সাপেক্ষে গ্রেফতার করা হচ্ছে। যারা প্রকৃতভাবে এসব নাশকতার সাথে জড়িত নয় তাদের পুলিশ কোন ধরনের হয়রানী করছেনা বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন