গাজীপুরে জেএসডি ও উসাস এর যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত
গাজীপুর উত্তর প্রতিনিধি
গাজীপুরে জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুর এবং উত্তরণ স্বাস্থ্য শিক্ষা ও পরিবেশ উন্নয়ন সহায়তা এর যৌথ উদ্যোগে এবং আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড জয়দেবপুর চৌরাস্তা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০ জানুয়ারী ২০২৫ইং সোমবার বিকাল ৪ ঘটিকায় গাজীপুরের ২৬নং ওয়ার্ড এবাদিয়া দারুল উলুম মাদ্রাসায় গরীব ও অসহায় এবং মাদ্রাসার কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুরের সভাপতি ও গাজীপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড জয়দেবপুর চৌরাস্তা শাখার কর্মকর্তাদের উপস্থিতিতে কোমলমতি, অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও কলামিস্ট টিটু সরকার, জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুরের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মাহমুদা আফরোজ (লিজা)।
এবাদিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফিউদ্দিন কাশেমী বলেন, জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুর, উত্তরণ স্বাস্থ্য শিক্ষা ও পরিবেশ উন্নয়ন সহায়তা এর যৌথ উদ্যোগে এবং আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড জয়দেবপুর চৌরাস্তা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের এবাদিয়া দারুল উলুম মাদ্রাসার গরিব, অসহায় ও কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করায় সংগঠনের সভাপতিকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুর, উত্তরণ স্বাস্থ্য শিক্ষা ও পরিবেশ উন্নয়ন সহায়তা এর সফলতা কামনা করি।
সাংবাদিক ও কলামিস্ট টিটু সরকার বলেন, জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুর ও উত্তরণ স্বাস্থ্য শিক্ষা ও পরিবেশ উন্নয়ন সহায়তা এর যৌথ উদ্যোগে গত ২৪ বছর যাবৎ গাজীপুরের বিভিন্ন মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং নিম্নবিত্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এবার সংগঠনটির সাথে আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড জয়দেবপুর চৌরাস্তা শাখা যুক্ত হয়ে এমন মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন। একজন সংবাদকর্মী হিসেবে সংগঠনের সফালতা কামনা করছি।
জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুর এর সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান পাটোয়ারী বলেন, গত ২৪ বছর যাবৎ আমরা সংগঠনের মাধ্যমে ধারাবাহিকভাবে গাজীপুরের বিভিন্ন মাদ্রাসার গরীব, অসহায় ও কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুর এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনার পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মাহমুদা আফরোজ (লিজা) বলেন, আমাদের সংগঠন থেকে গত ২৪ বছর যাবৎ বিভিন্ন মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও নিম্নবিত্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।