ডার্ক মোড
Monday, 12 May 2025
ePaper   
Logo
গাজার দুই মাইল ভেতরে ঢুকেছে ইসরায়েলি সেনারা

গাজার দুই মাইল ভেতরে ঢুকেছে ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক

সংবাদমাধ্যম সিএনএন রোববার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, দখলদার ইসরায়েলি সেনাদের একটি ভিডিও বিশ্লেষণ করে তারা জানতে পেরেছে, বর্তমানে সেনারা গাজার দুই মাইলেরও বেশি ভেতরে প্রবেশ করেছে।

সিএনএন আরও জানিয়েছে, গতকাল শনিবার এ ভিডিওটি ধারণ করা হয়। এতে দেখা যায় ইসরায়েলি সেনারা গাজা রিসোর্ট হোটেলের ছাদে ইসরায়েলের একটি পতাকা স্থাপন করেছেন। যা গাজা-ইসরায়েল সীমান্ত থেকে ২ মাইল ভেতরে।

ওই ভিডিওতে এক ইসরায়েলি সেনাকে বলতে শোনা যায়, ‘৪০১তম ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের সেনারা গাজার মূলকেন্দ্রে, গাজা সৈকতে ইসরায়েলের পতাকা উড়াচ্ছে। আমরা ক্ষমা করব না; ভুলেও যাব না এবং বিজয়ের আগ পর্যন্ত আমরা থামব না।’

গত শুক্রবার তীব্র বোমা হামলা চালিয়ে গাজার ভেতর প্রবেশ করেন ইসরায়েলি সেনারা। ওই সময় তারা গাজায় মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে গত দুইদিনে ইসরায়েলি দখলদার সেনারা গাজায় কী করছিল, কোন দিকে যাচ্ছিল সে বিষয়টি সম্পর্কে কেউ ধারণা পাচ্ছিল না। এ ভিডিওটির মাধ্যমে এখন ধারণা পাওয়া গেছে, তারা কোথায় অবস্থান করছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ভিডিওটি সম্পর্কে জানতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল এবং জিজ্ঞেস করেছিল— সেনারা কেন গাজায় ইসরায়েলি পতাকা উড়িয়েছিল।
সূত্র: সিএনএন

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন