ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
গাইবান্ধায় জাতীয় দুগ্ধ দিবস পালিত

গাইবান্ধায় জাতীয় দুগ্ধ দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি

‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় দুগ্ধ দিবস পালিত হয়েছে। গাইবান্ধা জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে ১ লা জুন শনিবার সকাল সাড়ে ১০ টায় র‌্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: মাহফুজার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বি -সার্কেল আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃত্রিম প্রজজন কেন্দ্রের উপ-পরিচালক ডা: মো: সহীদুল ইসলাম আকন্দ, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত, জেলা খামারী সংগঠনের সভাপতি প্রতাপ ঘোষসহ জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাগন।

এর আগে একটি র‌্যালি গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা ও কুইজ প্রতিযোগিতায় ৫ টি ক‍্যাটাগড়ীতে ১৫ জন বিজয়ীকে পুরস্কার বিতরণ করা হয় ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন