গনমাধ্যম কর্মীদের সাথে পায়রা বন্দর কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান এর সাথে মতবিনিময়
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বন্দরের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. সোহরাব হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমোডর রাজিব ত্রিপুরা, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা এবং উপ পরিচালক (ট্রাফিক) মো. আজিজুর রহমানসহ বন্দরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকর্মীদের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, সময় টিভির পটুয়াখালী জেলার স্টাফ রিপোর্টার সিকদার জাবির হোসেন, এখন টিভির কলাপাড়া প্রতিনিধি জসীম পারভেজ প্রমূখ।
এর আগে বন্দর কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির ও সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু। এবং বিদায়ী চেয়ারম্যানকে উপহার প্রদান করে কলাপাড়া প্রেসক্লাব।
বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির আদেশে গত ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। এর আগে তিনি চট্রগ্রাম অঞ্চলে নৌবাহিনীর এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বাংলাদেশ নৌবাহিনীতে বদলি হয়েছেন বলে জানা গেছে।
বন্দরের নবাগত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, 'পায়রা বন্দর হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প। আগামী দিনে পায়রা বন্দর শুধু দক্ষিনাঞ্চল নয় দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।