
খাগড়াছড়িতে সাড়ে ২৮ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেটসহ আটক-২
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় একটি ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ ডেমসা এলাকার আবুল কাশেমের ছেলে ট্রাকচালক মো. জামাল (৩৮) ও বাঁশখালী উপজেলার ফালেগ্রাম এলাকার মৃত-নুর নবীর ছেলে ট্রাকের হেলপার মো. ইয়াছিন (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় একটি ট্রাকে (চট্ট মেট্রো শ ১১-৩২০০) তল্লাশি চালিয়ে ১৮ হাজার প্যাকেট সিগারেট জব্দ করা হয়। যার বাজার মূল্য ২৮ লাখ ৫০ হাজার টাকা। এসময় ট্রাকটি জব্দসহ চালক হেলপারকে আটক করা হয়। সিগারেটগুলো বিক্রির জন্য চট্টগ্রামে প্রেরণ করা হচ্ছিল বলে জানা যায়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, চোরাচালানরোধে পুলিশি অভিযান অব্যাহত আছে। চোরাকারবারি এবং তাদের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।