ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
কোটা বহাল না থাকায় নারীরা অনেক পিছিয়ে গেছে : জবি উপাচার্য

কোটা বহাল না থাকায় নারীরা অনেক পিছিয়ে গেছে : জবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, বঙ্গবন্ধু সমাজতন্ত্রের অন্যতম উপাদান ন্যায্যতায় বিশ্বাস করতেন। সেই পরিপ্রেক্ষিতেই কোটা চালু করেন। তিনি ন্যায্যতার ভিত্তিতেই মুক্তিযোদ্ধা কোটার কথা বলেছেন। কোটা বহাল না থাকায় নারীরা অনেক পিছিয়ে গেছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ও স্কলারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আমরা দেখছি রাজপথে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আদালত একটি সিদ্ধান্ত জানিয়েছে। শিক্ষার্থীরা কোটা বাতিল চায় না কি সংস্কার এটা পরিষ্কার নয়। ২০১৮ সালে কোটা বন্ধ হয়ে গেলো। তারপর নারী শিক্ষার্থীরা পিছিয়ে গেলো। যখন কোটা ছিল তখন নারীদের অংশগ্রহণ অনেক বেশি ছিল। কিন্তু এখন ২৭টি জেলায় নারীরা সুবিধা বঞ্চিত।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.আব্দুস সবুর খান বলেন, প্রায় দুই যুগ ধরে আমরা গৌরবের সঙ্গে শিক্ষা-কার্যক্রম পরিচালনা করে আসছি। মেধাবীদের জন্য আমরা স্কলারশিপ দিয়েছি নিয়মিত। স্কলারশিপে প্রতি বছর ২ লাখ ৫১ হাজার ১০০ টাকা দিচ্ছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন