কুলাউড়ায় ২৭ প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন প্রবাসীরা
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রবাসীদের আর্থিক সহায়তায় ও কুলাউড়াস্থ ঠিকানা ফাউন্ডেশনের আয়োজনে ২৭ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। রোববার বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুর রকিব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের সমাজের বোঝা না ভেবে মূলধারার সঙ্গে যুক্ত করতে হবে। তাদের সম্পৃক্ততার মাধ্যমে পরিবার ও সমাজে তারা ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। সরকারের পাশাপাশি প্রবাসী এবং বেসরকারি সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ঠিকানা ফাউন্ডেশনের অর্থসচিব মো. হাবিবুর রহমান,প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইয়ূম, সাংবাদিক স্বপন কুমার দেব, আজিজুল ইসলাম, চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, ময়নুল হক পবন, মোক্তাদির হোসেন, আলাউদ্দিন কবির ও এ কে এম জাবের, ব্যবসায়ী আব্দুল হাকিম নভেল।
সংগঠক মেহেদী হাসান খালিকের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবকণ্ঠ প্রতিনিধি জসীম চৌধুরী, সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, মানব ঠিকানার রিপোর্টার ছয়ফুল আলম সাইফুল এবং ব্যবসায়ী আব্দুল গফফার বাচ্চু।
প্রবাসীদের আর্থিক সহায়তায় এই কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ভালো ফাউন্ডেশনের কর্ণধার শাহরিয়ার রহমান, সৈয়দা নাজনীন শাহীন, মিজানুর রহমান আলম, ইলিয়াছ আলী, মোয়াজ্জেম হোসেন ইমরুল, নুরুল ইসলাম মঞ্জু, মমতাজুল আহাদ (সেলিম), উজ্জ্বল মজুমদার, মোহিতুর রহমান চৌধুরী রিপন ও লিটন চৌধুরী।