ডার্ক মোড
Thursday, 23 January 2025
ePaper   
Logo
কাঠালিয়ায় ৫দিন ব্যাপী কাব কাম্পুরী উদ্বোধন

কাঠালিয়ায় ৫দিন ব্যাপী কাব কাম্পুরী উদ্বোধন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ি উপজেলা স্কাউডস এর আয়োজনে ৫ দিন ব্যাপী কাব কাম্পুরী শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কাঠালিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সজকারী কমিশনার (ভুমি) সঞ্জয় দাস। উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্কাউডসের সাধারন সম্পাদক একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল হালিম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর মো. আকবার আলী, অবসরপ্রাপ্ক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সোলায়মান, মো. কিং ফয়সাল, উপজেলা স্কাউডসের সাবেক সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক মো. কবির হোসেন প্রমূখ।

কাঠালিয়ায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই থানায় অভিযোগ

ঝালকাঠির কাঠালিয়ায় মেহেদী হাসান সরদার ও শাওন সরদার নামের দুই সহোদর ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দুই লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার (১১ ডিসেম্বর) রাত সারে ১০টার দিকে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী সিকদার হাট ব্রীজের ওপর এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করা হয়েছে। এর মধ্যে মেহেদী হাসানের অবস্থা আশংকাজনক।
এ ঘটনায় আহত শাওন সরদার বাদী হয়ে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানাগেছে, পিরোজপুর জেলার ভান্ডারিয়া বন্দরের মেসার্স খালেক বেডিং স্টোরের মালিক মেহেদী হাসান তার ছোট ভাই ও শাওন সরদার গত বুধবার (১১ ডিসেম্বর) ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে উপজেলার উত্তর চেঁচরী গ্রামের বাড়ী ফিরছিল। রাত সাড়ে ১০টায় উত্তর চেঁচরী এলাকার সিকদার হাট ব্রীজে পৌছালে পুর্ব পরিকল্পিতভাবে পথরোধ করে কুপিয়ে জখম করে দুই ব্যবসায়ীকে। এসময় তাদের সাথে থাকা দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান, মেহেদী হাসানে মাথায় ৭টি ধারালো অস্ত্রের আঘাত এবং শাওনের মাথায়ও ধারোলো অস্ত্রের ২টি ও কপালে একটি আঘাত রয়েছে।
থানা অফিসার ইনচার্জ মং চেনলা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন