কাঠালিয়ায় প্রতিবন্ধিকে হত্যার চেষ্টাবসত ঘর ভাংচুর লুটপাট
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় মো. আকতার হোসেন (৩৪) নামের এক প্রতিবন্ধিকে হত্যার চেষ্টা, বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবন্ধি মো. আকতার হোসেনের মা বৃদ্ধা জয়ফুল বেগম (৬৮) বাদী হয়ে ১১জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার বলতলা গ্রামের মৃত্যু আ. মালেক হাওলাদারের ছেলে শারীরিক প্রতিবন্ধি মো. আকতার হোসেন এর সাথে জমি নিয়ে বিরোধ চলছে পাশর্^বর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চড়াইল গ্রামের বেলায়েত হোসেন আকনের। এর জেরে গতকাল রবিবার (১ ডিসেম্বর) সকালে বেলায়েত হোসেনের নেতৃত্বে ২০/২৫ দূর্বৃত্ত ওই প্রতিবন্ধির বসতঘরে হামলা চালায় এবং ভাংচুর করে। বাধা দিলে প্রতিবন্ধি মো. আকতার হোসেনকে গলাটিপে হত্যার চেষ্টা করে। দুই ঘন্টাব্যাপি তান্ডব চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর ও নগদ টাকা স্বর্নালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
অভিযোগ অস্বীকার করে মো. বেলায়েত হোসেন আকন জানান, তার পিতার কেনা জমি দীর্ঘদিন তাদের দখলে ছিল। এসএ রেকর্ডে দুটি দাগে ভুল থাকায় সম্প্রতি সেই জমির একাংশে ঘর নির্মাণ করে দখলের চেষ্টা করছিল মো. আকতার হাওলাদার।
থানার অফিসার ইনচার্জ মং চেনলা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।