ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
কাউখালীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার

কাউখালীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার

পিরোজপুর প্রতিনিধি

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ জুন) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিঞা মনু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মহসিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিঞা মনু বলেন, সরকার বিশ্বাস করেন সমাজের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীকে পিছে রেখে দেশের জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয়। সেকারণে বিশেষ করে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের জীবনযাত্রার মানন্নোয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি সমাজের অবহেলিত এবং পিছিয়ে পড়া ঐ সকল জনগোষ্ঠী যাতে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন সে লক্ষে প্রতিনিয়ত নতুন নতুন কর্মসূচি গ্রহণ করছেন। সেমিনারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, জনপ্রতিনিধি এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন