ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
কলাপাড়া গ্রামের সার্বজনীন ইফতার আয়োজনকে অনুকরণ করার আহবান

কলাপাড়া গ্রামের সার্বজনীন ইফতার আয়োজনকে অনুকরণ করার আহবান

নকলা (শেরপুর) প্রতিনিধি

সামাজিক বন্ধন দৃঢ় করতে ও সমাজের শান্তি বজায়ে পরষ্পরের মাঝে সৌহার্দ্যপূর্ণ মনোভাবের উন্নয়ন ঘটাতে শেরপুরের নকলা পৌরসভার কলাপাড়া এলাকার সার্বজনীন ইফতার আয়োজনকে দেশের প্রতিটি সমাজের রোজাদারকে অনুকরণ করার আহবান জানিয়েছেন সুশীলজন।

জেলার নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন ও মো. ফজলে রাব্বী রাজন, সদস্য সুজন মিয়া, সমাজ উন্নয়ন সংঘের সভাপতি রফিকুল ইসলাম ও সহ-সভাপতি মাহফুজুল ইসলামসহ অনেকে ফেইসবুকে তাদের নিজ নিজ টাইম লাইনে ছোট ছোট পোস্টের মাধম্যে কলাপাড়া এলাকার ব্যতিক্রমি সার্বজনীন ইফতার আয়োজনটি সবাইকে অনুকরণ করার আহবান জানান।

নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন তাঁর পোস্টের মাধ্যমে বলেন- ‘দেশের প্রতিটি এলাকায় যদি শেরপুর জেলার নকলা পৌর এলাকার কলাপাড়া গ্রামের মতো প্রতিটি সমাজের রোজাদারগন নিজের বাড়ীতে তৈরি করা ইফতার নিয়ে অন্তত একদিন একসাথে বসে ইফতার করার উদ্যোগ নিতেন, তাহলে কিছুটা হলেও সামাজিক বন্ধন দৃঢ় হতো, উন্নয়ন হতো সৌহার্দ্যপূর্ণ মনোভাবের’।

জানা গেছে, শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে নকলা পৌরসভার কলাপাড়া এলাকার রোজাদারগন কলাপাড়া ঈদগাহ জামে মসজিদ মাঠে সার্বজনীন ইফতারের আয়োজন করেন। এ ইফতার আয়োজনে এলাকার সকল রোজাদার নিজের বাড়ীতে তৈরি করা ইফতার ও পানি, শরবত নিয়ে শেষ বিকেলে কলাপাড়া ঈদগাহ জামে মসজিদ মাঠে হাজির হন। এদিন বাদ আসর হতে ইফতারের পূর্ব পর্যন্ত বিশিষ্ট আলেম গনের অংশগ্রহনে ইসলামি আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সবাই এক মাঠে পাশাপাশি বসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে যথাসময়ে ইফতার গ্রহন করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, কেন্দ্রীয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহ-সভাপতি ডাক্তার এ.এফ.এম. রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, সুপ্রীম কোর্টের সাবেক ডেপুটী এটর্নী জেনারেল এডভোকেট খুরশীদুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষক লীগের আহŸায়ক আলমগীর আজাদ, কলাপাড়া ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা মো. ফখরুল আলম, আওয়ামী লীগ নেতা শহীদুল আলম, পৌরসভার প্যানেল মেয়র মো. ইন্তাজ আলী, সমাজ সেবক আতিকুজ্জামান সোহেল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুস মাষ্টার ও সাধারণ সম্পাদক নাজমুল হক, বিশিষ্ঠ ব্যবসায়ী মনোয়ার হোসেন শাহাদাৎ, সমাজ উন্নয়ন সংঘের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মাহফুজুল ইসলাম, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন ও মো. ফজলে রাব্বী রাজন, সদস্য সুজন মিয়াসহ কলাপাড়া ঈদগাহ জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগ, যুব লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন ও এলাকার সহস্রাধিক রোজাদার মুসলিম জনগণ সার্বজনীন এ ইফতারে অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, পৌরসভার কলাপাড়া সার্বজনীন গোরস্থান কমিটির উদ্যোগে ও স্থানীদের আয়োজনে এই ব্যাতিক্রমি ইফতার আয়োজনটি প্রায় দুই যুগ ধরে চলে আসছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন