ডার্ক মোড
Monday, 02 December 2024
ePaper   
Logo
কমলা হ্যারিস কেন ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলেছেন

কমলা হ্যারিস কেন ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলেছেন

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলে মন্তব্য করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।

এ ঘটনা ঘটে স্থানীয় সময় বুধবার বিকেলে, ওয়াশিংটন ডিসিতে। ভাইস-প্রেসিডেন্টের বাসভবনের সামনে দাঁড়িয়ে তিনি রিপাবলিকান পার্টির প্রার্থীর প্রতি এই ‘সংক্ষিপ্ত কিন্তু আক্রমণাত্মক’ মন্তব্য করেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলিকে উদ্ধৃত করে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস মি. ট্রাম্পকে 'মানসিক ভারসাম্যহীন ও অস্থির' বলে অভিহিত করেছেন।

জন কেলি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে মি. ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’-এর সঙ্গে তুলনা করেছেন।

কমলা হ্যারিস জন কেলিকে উদ্ধৃত করে আরও বলেছেন, সাবেক এই প্রেসিডেন্টের সাথে 'ফ্যাসিস্টের সাধারণ সংজ্ঞার সঙ্গে খাপ খায়'।

কমলা হ্যারিস অভিযোগ করেন যে, ডোনাল্ড ট্রাম্পের হিটলার-প্রীতি আছে।

মিজ হ্যারিস বলেন যে, তার এই প্রতিদ্বন্দ্বী 'একচেটিয়া ক্ষমতা' চেয়েছিলেন।

পরে তাকে আবারও জিজ্ঞেস করা হয় যে মি. ট্রাম্প ফ্যাসিবাদী, এটা তিনি বিশ্বাস করেন কি না, জবাবে তিনি হ্যাঁ সূচক উত্তর দেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন