ডার্ক মোড
Friday, 13 September 2024
ePaper   
Logo
কথা নয় কাজের মাধ্যামে যোগ্যতার পরিচয় দেব : সুনমাগঞ্জ এসপি

কথা নয় কাজের মাধ্যামে যোগ্যতার পরিচয় দেব : সুনমাগঞ্জ এসপি

সুনামগঞ্জ প্রতিনিধি

কথা নয়, নিজের কাজের মাধ্যমে যোগ্যতার পরিচয় দেবেন বলে জানিয়েছেন সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার এম.এন.মুর্শেদ। তিনি বলেন, আমি কেমন মানুষ বা কেমন ব্যক্তি তা বিচার বিশ্লেষণ করবেন আপনারা।

আগে কোনো আশ্বাস দিতে চাই না আমি কি করবো বা কি করতে পারবো। কাজের মাধ্যমে আমি আমার যোগ্যতার পরিচয় দিতে চাই।আপনারা দেখবেন আমি কালি হাতে এসেছি আবার কালি হাতে সুনামগঞ্জ থেকে বিদায় নেব। সুনামগঞ্জ কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী দেশে সুশাসন প্রতিষ্ঠা করা। আমি আমার জায়গা চেষ্টা করবো সুশাসন প্রতিষ্ঠা ও আন্তরিকতার সাথে সকলকে সেবা প্রদানের জন্য। এসময় তিনি অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

পেশাগত দায়িত্ব পালনে ও অপরাধ দমনে সাংবাদিক, সহকর্মী ও অংশীজনের সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় তিনি সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা করে সুনামগঞ্জ আপামর সাধারণ মানুষের সৌজন্যতাকে বিশেষভাবে মূল্যায়ন করেন।

এরআগে গত বুধবার (৮ জুলাই) কর্মস্থলে যোগ দিয়েছেন পুলিশ সুপার এম.এন.মুর্শেদ।তিনি আর বলেন, সম্প্রতি শিশু অপহরণ নিয়ে মিথ্যা গুজব ছড়ালে, তথ্য পাওয়া মাত্রই মামলা করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা অনলাইন বা সোশ্যাল মিডিয়ায়, মিথ্যা গুজব রটানোর চেষ্টা করছে তারা যদি সুনামগঞ্জ জেলার হয় তাহলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। সুনামগঞ্জের ট্রাফিক ব্যাবস্থাকে ঢেলে সাজানো হবে।কোন অন্যায়, অনিয়মকে প্রশ্রয় দেব না। সুনামগঞ্জকে চাঁদাবাজ,মাদক ও ইভটিজিং মুক্ত বসবাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলবো।

উল্লেখ্য ২০০৮ সালে এম. এন. মোর্শেদ ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সুনামগঞ্জে যোগদানের পূর্বে তিনি পুলিশ সুপার হিসেবে পুলিশ অধিদপ্তর থেকে প্রেষণে এনটিএমসি, ঢাকায় কর্মরত ছিলেন।

এছাড়া তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, টাঙ্গাইল জেলা, র‍্যাব-০৮, সার্কেল অফিসার হিসেবে পিরোজপুর জেলায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) হিসেবে বরগুনা জেলায়, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, এনটিএমসি সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন