ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
এলজিইডি ও ব্র্যাকের উদ্যোগে মৌলভীবাজারে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষকদের কর্মশালা

এলজিইডি ও ব্র্যাকের উদ্যোগে মৌলভীবাজারে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষকদের কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ব্র্যাকের উদ্যোগে শিক্ষকদের নিয়ে সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান বিষয়ে ২দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।
গত (১৯ ও ২০জুন) ২দিন ব্যাপী কর্মশালা সদও উপজেলার আমতৈল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামের অনুষ্টিত হয়। সদও উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন সহকারী শিক্ষকগন অংশ গ্রহন করেন।
আমতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংসু শেখর দেব এর সভাপতিত্বে সড়ক নিরাপত্তা বিষয়ে বক্তব্য রাখেন-আমতৈল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিবু রঞ্জন পাল, আমতৈল সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জহির খান,শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপরাজিতা রায় প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রশিক্ষক সোবহান শেখ। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ব্র্যাক ফিল্ড কমিউনিকেটর মোঃ শফিকুল ইসলাম।
কর্মশালায় সড়ক ব্যবহার, রাস্তাপারাপার, রোড সেফটি আইন, রোডের বিভিন্ন সাংকেতিক নির্দেশনা, দুর্ঘটনা কেন ঘটে এবং এ থেকে প্রতিকারের উপায়, স্কুলের শিক্ষার্থীদেও কিভাবে দুর্ঘটনার ঝুকি থেকে বাচাতে পারে, যানবাহনে যৌন হয়রানীমুক্ত পরিবেশ,ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণ শেষে সকল সহকারী শিক্ষকদের মধ্যে সনদ প্রদান করা হয়।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন