ডার্ক মোড
Wednesday, 01 May 2024
ePaper   
Logo
এক বগিতে একাই ঢাকায় এলেন করোনা আক্রান্ত ট্রেন পরিচালক

এক বগিতে একাই ঢাকায় এলেন করোনা আক্রান্ত ট্রেন পরিচালক

পাবনা প্রতিনিধি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ট্রেন পরিচালক শরিফুল ইসলাম। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার (১২ জুন) তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

করোনা আক্রান্ত এ রেল কর্মকর্তাকে ঢাকায় পাঠানোর জন্য খুলনা-ঢাকা রুটের চিত্রা এক্সপ্রেসে আলাদা একটি বগি যুক্ত করা হয়। কোয়ারেন্টাইন কোচ হিসেবে যুক্ত এ বগিতে একাই ঢাকার উদ্দেশে রওনা দেন শরিফুল ইসলাম।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন তিনি। কমছিলো না জ্বর। তিন দিন আগে থেকে শুরু হয় কাশি। দেখা দিয়েছে শ্বাসকষ্টও। ফলে বৃহস্পতিবার (০৯ জুন) বিকেলে নমুনা পরীক্ষা করা হলে তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হবে।

জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেন, শরিফুল ইসলাম কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। তাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বললেন, ঢাকায় নিতে হবে। সে জন্য চিত্রা এক্সপ্রেসে তার জন্য আলাদা একটি বগি যুক্ত করে শরিফুলকে ঢাকায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, এটা কোয়ারেন্টাইন কোচ। করোনা রোগীদের জন্য এই কোচের ব্যবস্থা করা হয়েছে। ঢাকায় পৌঁছার পর তিনি হাসপাতালে ভর্তি হবেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন