ডার্ক মোড
Friday, 27 December 2024
ePaper   
Logo
এই উল্লাস শুধুই নগ্নতার

এই উল্লাস শুধুই নগ্নতার

শ্রী বিপ্লব জলদাস

লজ্জারা আজ প্রকাশ্য ঘুরে বেড়ায়
ঘোমটা পরার দায় ভার তাদের নেই।

লুপ্ত থাকা অশ্লীল নগ্নতা আজ
প্রকাশ্যে তারু নৃত্য করে।

আজকের শিশুটিও বোঝে
লজ্জা কাকে বলে।

উন্মুক্ত পৃথিবীর সব, সবকিছুই,
মুক্ত মনে নেই কোনো সংশয়।

চারিদিকে শুধু উল্লাস আর উল্লাস।

এই উল্লাস বিজয়ের নয়,
এই উল্লাস সত্যের নয়,
এই উল্লাস শুধুই পরাজয়ের।

নীতির কাছে অনিয়মের,
সত্যের কাছে মিথ্যার,
সততার কাছে অসৎ এর
বিজয় উল্লাস।

এই উল্লাস শুধুই নগ্নতার।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন