ইস্কন নিষিদ্ধ ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
সন্ত্রাসী জঙ্গী সংগঠন ইস্কন নিষিদ্ধ করণ এডভোকেট মো: সাইফুল ইসলাম হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে পটুয়াখালীর বাউফলের বগা বন্দরে শনিবার সকাল ১০টায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগা ইউনিয়নের সর্বস্তরের জনতার উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি বগা লঞ্চঘাট থেকে শুরু হয়ে বগা বন্দর সড়ক প্রদক্ষিণ করে বগা ইউনিয়ন দারুস সুন্নত দাখিল মাদরাসার সামনে বিক্ষোভ সামাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জমিয়াতে হিজবুল্লাহ বগা ইউনিয়ন সভাপতি মাওলানা মহিউদ্দিন, ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা অফিস সম্পাদক মো: মুজাহিদুল ইসলাম, বগা কাশেমুল কুরআন নুরানী তালিমুল কুরআন হাফিজিয়া মাদরাসার মুহতামিন হাফেজ মাওলানা আসাদুজ্জামান নুর, বালিয়া চাদপাল নেছারিয়া হাফিজিয়া মাদরাসার পরিচালাক মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা সন্ত্রাসী ও জঙ্গী সংগঠন অনতিবিলম্ভে ইস্কন নিষিদ্ধ ঘোষনা করে ও এডভোকেট মো: সাইফুল ইসলাম হত্যাকারীদের বিচারের জন্য সরকারের কাছে জোর দাবী জানান। তারা ভারতকে হুশিয়ার করে বলেন, ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদের পতাকায় আগুন দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের অন্তরে আগুন ধরিয়ে দিয়েছে। ভারত এরকম আগ্রাসী মনভাব পোষন করলে বাংলাদেশে মানুষ রক্ত দিয়ে প্রতিহত করবে।