ডার্ক মোড
Saturday, 18 May 2024
ePaper   
Logo
ইসলাম বিদ্বেষ হামলার শিকার এক  তরুণী

ইসলাম বিদ্বেষ হামলার শিকার এক তরুণী

অনলাইন প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষী হামলার শিকার হয়েছেন আরও এক তরুণী। নাফিয়া ইকরাম নামের পাকিস্তানি বংশোদ্ভূত ২১ বছর বয়সী ওই তরুণী নিউইয়র্ক শহরের লং আইল্যান্ড এলাকায় গত ১৭ মার্চ এই এসিড সন্ত্রাসের শিকার হন।

আজ শুক্রবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও এনবিসি নিউজ। জানা গেছে, ঘটনার দিন নাফিয়া ও তার মা তাদের গাড়ি থেকে নামতে গেলে অজ্ঞাত হামলাকারী নাফিয়ার মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে নাফিয়ার মুখ মারাত্মকভাবে পুড়ে যায় এবং তার অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হন।

যুক্তরাষ্ট্রের মুসলিম মানবাধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার) এ খবর নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মুখ, চোখ, ঘাড় ও দুই হাতে পোড়া ক্ষত নিয়ে নাফিয়াকে ১৫ দিন হাসপাতালে কাটাতে হয়েছে। এসিড হামলার সময় এই মুসলিম তরুণী চিৎকার করলে তার মুখের মধ্যে এসিড ঢুকে গেলে তিনি শ্বাসকষ্টেও ভোগেন। তাকে সাহায্য করতে এগিয়ে এসে তার মা-বাবার আহত হন।
নাফিয়ার চিকিৎসায় গণতহবিলে তিন লাখ ৪০ হাজার মার্কিন ডলারের বেশি সংগ্রহ হয়েছে। তবে হামলার একমাস পার হয়ে গেলেও নিউইয়র্ক পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে এখনও আটক পারেনি। হামলাকারী সম্পর্কে তথ্য পেতে ১০ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করেছে মার্কিন পুলিশ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন