ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ দায়িত্ব নেবেন মঙ্গলবার : বঞ্চিত ৫,০০০ কর্মকর্তাদের পদোন্নতি

ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ দায়িত্ব নেবেন মঙ্গলবার : বঞ্চিত ৫,০০০ কর্মকর্তাদের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংকের নতুন পর্ষদের চেয়ারম্যান মঙ্গলবার ব্যাংকটির দায়িত্ব নেবেন বলে জানা গেছে । এরপরই ব্যাংকটির সার্বিক সংস্কারের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। নতুন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে, সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। আগে চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে আহসানুল আলম।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক । গত বৃহস্পতিবার আগের পর্ষদ ভেঙে দেওয়ার পর ব্যাংকটিতে পদোন্নতি পেতে ব্যাংকের কার্যালয়ে গভীর রাত পর্যন্ত অবস্থান করছেন আগের বঞ্চিত কর্মকর্তারা। এর মধ্যে ব্যাংকটিতে প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। যার বড় অংশ বঞ্চিত কর্মকর্তারা।

এদিকে ব্যাংকটিতে নিয়মনীতি তোয়াক্কা না করে নিয়োগ পাওয়া পটিয়া এলাকার প্রায় ১০ হাজার কর্মকর্তা নিশ্চুপ হয়ে গেছেন। সরকার পরিবর্তনের কারণে অনেকেই ব্যাংকে যাচ্ছেন না। যাঁরা যাচ্ছেন তাঁরা ভয়ে ভয়ে থাকছেন।

২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে-বেনামে অন্তত ৫০ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গ্রুপ। ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্টদের হাতে ইসলামী ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার রয়েছে।

ইসলামী ব্যাংক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পর্ষদ ভেঙে দেওয়ার পরই ইসলামী ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকটিতে আনন্দ মিছিল করেন। এরপরই ব্যাংকটির বঞ্চিত কর্মকর্তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মানবসম্পদ বিভাগের ওপর চাপ প্রয়োগ শুরু করে। ২০১৭ সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের কাছে যাওয়ার পর যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন, তাঁরাই এখন পদোন্নতির জন্য চাপ দিচ্ছেন।

গত বৃহস্পতিবার ও গতকাল গভীর রাত পর্যন্ত পদোন্নতির দাবিতে বঞ্চিত কর্মকর্তারা আন্দোলন করেন। এর মধ্যে সহকারী কর্মকর্তা থেকে শুরু করে জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট পদ পর্যন্ত পদোন্নতি দেওয়া হয়। গতকাল পর্যন্ত পাঁচ হাজারের বেশি কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয় বলে জানা গেছে ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন