ডার্ক মোড
Sunday, 29 December 2024
ePaper   
Logo
রিজার্ভ ২০ বিলিয়নের উপরে, ৫ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার

রিজার্ভ ২০ বিলিয়নের উপরে, ৫ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার

টাঙ্গাইল প্রতিনিধি

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে বৈদেশিক মুদ্রা এখন ২০ বিলিয়ন ডলারের উপরে এবং অন্য দিকে গত পাঁচ মাসে তিন বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার অডিটোরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৪০০ তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি জানান, প্রথম দিকে ১০টি ব্যাংক দেওলিয়া হওয়ার অবস্থায় থাকলেও সেগুলো এখন ঘুরে দাড়িয়েছে। ব্যাংকগুলো যে ঘুরে দাঁড়িয়েছে সেটাই বড় বিষয়। এখন আর এগুলো পড়ে যাবেনা বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ইসলামী ব্যাংক যে অবস্থায় ছিল সেখান থেকে ব্যাপকভাবে উন্নয়ন ঘটিয়ে এখন শীর্ষে অবস্থান করছে এবং আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে চলেছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড.এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, এফসিএ এফসিএস এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সালাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন