ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান এসবিএসি ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর, ২০২৪) ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮৬তম সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান করা হয়। মোখলেসুর রহমান এসবিএসি ব্যাংকের অন্যতম একজন উদ্যোক্তা পরিচালক।

এর আগে তিনি ব্যাংকের ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। মোখলেসুর রহমান দেশের একজন সফল শিল্পোদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী। তিনি খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান ‘বিঅ্যান্ডটি গ্রæপ’র প্রতিষ্ঠাতা। তাঁর দূরদর্শী নেতৃত্বে কনটেক কনস্ট্রাকশন লি:, বিঅ্যান্ডটি নিটওয়্যার, বিঅ্যান্ডটি ক্যাবলস্, বিঅ্যান্ডটি কোল্ড স্টোরেজ, বিঅ্যান্ডটি ডেভেলপমেন্ট, বিঅ্যান্ডটি মিটার, বিঅ্যান্ডটি ট্রান্সফর্মারস্, স্মার্ট মিটার, প্রি-স্ট্রেসড পোলস্্, নেক্সাস সিকিউরিটিজ লি:, তুষার সিরামিকস্ লি:, পিএমজে অ্যাসেট ম্যানেজমেন্ট লি:, বিডি গেম স্টুডিও লিঃ প্রভৃতি প্রতিষ্ঠান গড়ে উঠে।

মোখলেসুর রহমান চুয়াডাঙ্গা জেলার জীবননগরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (চুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। দেশের শিল্প-বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অনবদ্য ভূমিকা রাখার পাশাপাশি তিনি বিশিষ্ট সমাজসেবী হিসেবে শিক্ষা-সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

উল্লেখ্য যে, এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান পদে আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের মেয়াদান্তে মোখলেসুর রহমান স্থলাভিষিক্ত হন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন