ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
ইউজিসি সদস্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক সাইদুর রহমান

ইউজিসি সদস্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক সাইদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট গ্রাফ অ্যালগরিদম গবেষক ড. মো. সাইদুর রহমান।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দিন খানের কাছে যোগদান পত্র পেশ করেন তিনি।

গত ৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় তাকে চার বছরের জন্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এ নিয়োগাদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনের শর্তানুযায়ী তিনি অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতন-ভাতাসহ প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।

আন্তর্জাতিক খ্যাতনামা জার্নাল ও কনফারেন্সে অ্যালগরিদম ও গ্রাফ থিওরির ওপর ড. সাইদুর রহমানের ১৩০টির বেশি প্রকাশনা রয়েছে। বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর তাকাও নিশিজেকি’র সঙ্গে তার যৌথভাবে লিখিত ‘প্ল্যানার গ্রাফ ড্রয়িং’ বইটি উচ্চশিক্ষা স্তরে বহুল সমাদৃত পাঠ্যবই হিসেবে বিবেচিত। এছাড়াও আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য তার লেখা ‘বেসিক গ্রাফ থিওরি’ শীর্ষক বইটি আন্তর্জাতিক খ্যাতনামা প্রকাশনা সংস্থা স্প্রিঞ্জার কর্তৃক প্রকাশিত হয়েছে, যা বিগত সাত বছরে ৬৬ হাজার বার ডাউনলোড হয়েছে।

বর্তমানে তিনি জার্নাল অব গ্রাফ অ্যালগরিদমস অ্যান্ড অ্যাপ্লিকেশন, ইন্টারন্যাশনাল জার্নাল অব ফাউন্ডেশন অব কম্পিউটার সায়েন্সসহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালের সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে কাজ করছেন। তার তত্ত্বাবধানে চারটি পিএইচডি এবং ২৭টি এমএসসি থিসিস সম্পন্ন হয়েছে।

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক সাইদুর রহমান ওয়ালক্যাম বেস্ট পেপার অ্যাওয়ার্ড, ইউজিসি অ্যাওয়ার্ড, বিএএস গোল্ড মেডেল, ফুনাই ইনফরমেশন টেকনোলজি অ্যাওয়ার্ড ফর ইয়াং রিসার্চার এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসসহ বহু পুরস্কারে ভূষিত হন।

এ ছাড়া তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের একজন ফেলো। এ ছাড়া তিনি বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের (বিএইটিই) সদস্য, বুয়েটের রেজিস্ট্রার, আইকিউএসির পরিচালক এবং সিএসই বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন।

ড. সাইদুর রহমান পাবনার সাঁথিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯১ সালে বুয়েটে লেকচারার হিসেবে যোগদান করেন। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৮৯ সালে বিএসসি এবং ১৯৯২ সালে এমএসসি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি জাপানের তোহকু বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সায়েন্সেস বিষয়ে ১৯৯৬ সালে এমএস এবং ১৯৯৯ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি তোহকু বিশ্ববিদ্যালয়ের সিস্টেম ইনফরমেশন সায়েন্সেস বিভাগে ২০০৩-২০০৪ সাল পর্যন্ত সহযোগী অধ্যাপকের দায়িত্ব পালন করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন