ডার্ক মোড
Wednesday, 01 January 2025
ePaper   
Logo
আলোচিত পুলিশ কর্মকর্তা সানজিদা সাময়িক বরখাস্ত

আলোচিত পুলিশ কর্মকর্তা সানজিদা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক আলোচিত অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। সানজিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সানজিদাকে সরকারি চাকরিবিধি আইনে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন