ডার্ক মোড
Monday, 12 May 2025
ePaper   
Logo
আদম তমিজির বাসায় র‍্যাবের অভিযান

আদম তমিজির বাসায় র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক

হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের গুলশানের ১১১ নম্বর রোডের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এই বাসায় অভিযান শুরু হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আল মঈন বলেন, হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন এমন খবরে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত গুলশানের ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসাটি ঘিরে রেখেছে র‍্যাব।

জানা গেছে, সম্প্রতি রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সরকারের সমালোচনা। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও সম্প্রতি গ্রেপ্তার হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরেফির সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে আলোচিত এই ব্যবসায়ীর বিরুদ্ধে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন